‘বিজেপি সরকার কৃষকদের জমি আম্বানির কাছে বিক্রি করে দেশটাকে কর্পোরেট কলোনিয়ালিজমের দিকে ঠেলে দিচ্ছে’, দাবি অজিত মাহাতর
নিজস্ব প্রতিবেদন, গত শনিবার আদিবাসী কুর্মি সমাজ বিজেপি সরকার কর্তৃক তিনটি অগণতান্ত্রিক কৃষি বিলের বিরুদ্ধে এবং আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে কুর্মি সমাজ জঙ্গলমহলে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল। এরআগে কুর্মি সমাজের তরফ থেকে জঙ্গলমহলের ৪ জন বিজেপি সাংসদকে লেখা চিঠির কোনও জবাব আসেনি। জঙ্গলমহলের ৩৫টি আসনে কুর্মিদের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
কুর্মি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ নেতা অজিত মাহাত এই চাক্কা জ্যাম কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন, “এই কালা কানুনের বিরুদ্ধে আজ পাঞ্জাব দিল্লির আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে আমরা নেগাচারি ধরম জাডুআহির পবিত্র দিনে এই প্রতিবাদ করছি। এই বিজেপি সরকার কৃষকদের জমি নিয়ে আম্বানি আদানিদের কাছে বিক্রি করে দিয়ে দেশটাকে কর্পোরেট কলোনিয়ালিজমের দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৪০ জন কৃষক মারা গেছেন কিন্তু তাতেও বিজেপি সরকারের মন গলেনি। আমরা এই অগণতান্ত্রিক কৃষি বিলের বিরুদ্ধে এবং তাকে প্রত্যাহার করার দাবি নিয়ে এই প্রতীকী আন্দোলন করছি।”