চন্ডিপুরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করতে এসে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতী ঘোষের
নিজস্ব প্রতিবেদন, বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এই বারো মাসে তেরো পার্বনের মধ্যে কালী পুজো বিসর্জন দেওয়ার পর আসে জগধাত্রী দেবীর আরাধনা। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের বরোজ এলাকায় জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন নবারুণ নায়েক সহ একাধিক বিশিষ্ট বর্গ।
এদিন পুজো মণ্ডপ উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতি তুলে ধরলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ সে ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে পরাজিত করতে হবে। এদিন ফিতে কেটে পুজো মণ্ডপ উদ্বোধন করার পর পুষ্প অর্পনের মধ্যে দিয়ে জগধাত্রী দেবীর আরাধনা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, “যেভাবে বাংলায় বিজেপির প্রভাব বাড়ছে এবং তৃণমূলের অন্দরে ক্রমশ ঘুন ধরেছে আগামী দিনে সব কিছুই বুঝতে পারবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ সব কিছুই বুঝে নিয়েছে আগামী ভোটে তার ফলস্বরূপ দেখতে পাবো আমরা”।