ঝাড়গ্রামের শিলদায় জনরোষের মুখোমুখি হয়ে দুর্ব্যবহার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর
নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রামের শিলদার বাসিন্দাদের জল সঙ্কট পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই। গতকাল, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো জনগণের সাথে দেখা করতে গেলে তিনি প্রবল জনরোষের মুখে পড়েন। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই তারা যথাযথ পানীয় জল পাচ্ছে না আর তারই প্রতিবাদে শিলদায় রাস্তা অবরোধ করে। বিজেপি সাংসদ আন্দোলনরত জনতার মুখোমুখি হন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
কথা বলার সময় তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন। জনগণ দাবি, তাদের নির্বাচিত সাংসদ কুনার হেমব্রমকে এসে তাদের সাথে কথা বলতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও জ্যোতির্ময়বাবু জনসাধারণের কথা যথাযথভাবে শোনেননি এবং সমস্ত দোষ রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি যখন এলাকার প্রতিবাদী মহিলারা তার সাথে বিষয়টি সম্পর্কে কথা বলতে যান, তখনও তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন।