পূর্ব মেদিনীপুরের বিজেপি মহিলা মোর্চার কর্মসূচিতে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রার
নিজস্ব প্রতিবেদন, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মাতৃশক্তি কোন রেলি ও জেলাশাসক দপ্তর ঘেরাও কর্মসূচি গ্রহণ করল মহিলা মোর্চা। মূলত বেকার যুবকদের কর্মস্থান মহিলাদের নিরাপত্তা সহ একাধিক দাবি দাবা নিয়ে জেলাশাসক দপ্তর ঘেরাও করল বিজেপি মহিলা মোর্চা। এদিন তমলুকের মানিকতলা মোড় থেকে বিজেপির মিছিল করে ডিএম অফিসের সামনে জমায়েত হয়। উক্ত মিছিলে কয়েক হাজার মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পাল। ডিএম অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতি তুলে ধরলেন তিনি, পাশাপাশি বর্তমান প্রশাসনের দিকে তাকিয়ে প্রশাসনের উপর আঙুল তুললেন তিনি। অন্যদিকে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই কর্মসূচী শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী বিধানসভা নির্বাচনে ২০০ বেশি আসন জয়লাভ করবে পশ্চিমবাংলা থেকে এমনটাই মন্তব্য করলেন তিনি। পাশাপাশি তিনি আরোও বলেন, বর্তমানে পশ্চিমবাংলা জঙ্গল রাজত্ব হয়ে দাঁড়িয়েছে। এই রাজত্বকে পরিবর্তন করার লক্ষ্যে বিজেপিরয়েছে। যেভাবে বিহার পরিবর্তন হয়েছে আগামী দিনে বাংলা ও সেভাবে পরিবর্তন হবে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পাল।