পশ্চিম মেদিনীপুরে আই সি ডি এস স্কুলগুলিতে পোকা ও কাকর মেশানো ছোলা প্রদানকে ঘিরে বিক্ষোভ বিজেপির
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকায় আই সি ডি এস স্কুল গুলিতে পোকা ও কাকর মেশানো ছোলা প্রদান। এই ছোলা বহুদিন ধরে দিয়ে আসছে আই সি ডি এস স্কুলগুলির পক্ষ থেকে।
এই বাজে ছোলা প্রদানকে ঘিরে বিক্ষোভ দেখায় ডেবরা বিজেপির পক্ষ থেকে। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাশি নাথ বোস, অভিশেক জানা সহ অন্যান্যরা।