বিজেপির যুব মোর্চার ফ্লেক্স, ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ এনে বিক্ষোভ বিজেপির
নিজস্ব প্রতিবেদন, বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় বিজেপির যুব মোর্চার ফ্লেক্স, ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠলো মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে। সেখানে সমস্ত বিজেপির যুব মোর্চার ফ্লেক্স, ফেস্টুন অর্ধেক হয়ে পরে রয়েছে।
বিজেপির জেলা সভাপতি শমিত দাস অভিযোগ করেন, শুধুমাত্র বিজেপির ফ্লেক্স, ফেস্টুনই ছিড়ে ফেলা হয়েছে ইচ্ছা করে। কিন্তু তার পাশেই তৃণমূলের ব্যানার, ফেস্টুন থাকলেও তা খোলা হয়নি। গতকাল তাই এর প্রতিবাদে মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।