সংবাদিকদের সামনে সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন, জিম করার সময় হঠাৎ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সে খবর প্রকাশ্যে আসতেই সকলে তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা করেন। সোশ্যাল মিডিয়ার ভরে ওঠে সেই পোস্টে। এদিন অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের কলাবনিতে একটি দলিয় কার্যালয় উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনা করলেন।
এদিন দিলীপ ঘোষ সংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনা করলেন। কেশিয়াড়ির কলাবনিতে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজনৈতিক বিষয়ক নানান কথা বলার সাথে সাথে সৌরভ গাঙ্গুলির কথা তোলেন। যদি সূত্রের খবর, তিনি এখন সুস্থ রয়েছেন ও বিপদমুক্ত রয়েছেন।