থানা ঘেরাওকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, আহত এক বিজেপি কর্মী
নিজস্ব প্রতিবেদন, বিজেপি কর্মীদের থানা ঘেরাওকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে আহত এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে। বিজেপির দাবি, বিজেপির এক কর্মীকে পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। আর তার জেরেই বিজেপির কর্মীরা থানা ঘেরাও করেন।
বিজেপির সেই কর্মীকে পুলিশ কেন গ্রেফতার করেন, তার কারণ পুলিশকে জিজ্ঞাসা করার জন্য ফোন করলে পুলিশ ফোন ধরেনি। দেখা করতে গেলে পুলিশ দেখা করেনি বলে অভিযোগ। তাই তারা গতকাল, বুধবার থানা ঘেরাও এর কর্মসূচী নেয়। ঘটনার জেরে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ এসে তাদের ঘেরাও উঠিয়ে নেওয়ার কথা বললে বিজেপি কর্মীরা তা মানতে অস্বীকার করে দেন। পুলিশ জোর করে বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয়, শেষে সেটি ধস্তাধস্তিতে পরিণত হয়। ধস্তাধস্তিতে আহত হয় এক বিজেপি কর্মী।