ভোটের আগে ভোটারদের টাকা খাইয়ে বিজেপির ভোট কেনার চেষ্টা : অজিত মাইতি
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুরের AO ও SO – এর গ্যাসের ডিস্ট্রিবিউটর ও অফিসারদের কাছে একটি সার্কুলার পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা রয়েছে, কাস্টমারদের মধ্যে যারা বিজেপি সাপোর্টার রয়েছে তাদের মধ্যে ১৫ জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্কের একাউন্ট নম্বর চায়। এদিন সংবাদমাধ্যমকে এ কথা জানালেন অজিত মাইতি। তিনি বলেন, এসব ভারতীয় জনতা পার্টির নির্লজ্জ্ প্রশাসনিক দলবাজি। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সরকার মানুষের সরকার নয়, এরা ভোটের আগে বিজেপি সাপোর্টারদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্কের একাউন্ট নম্বর চাইছে টাকা খাওয়ানোর জন্য।
অজিত মাইতি আরও বলেন, দিল্লি থেকে যে কোটি কোটি টাকা পাঠানো হত, এতদিন বিজেপি নেতারা সেই টাকা খেয়েছে। এবার ভোটের আগে নেতা ছাড়াও সাধারণ বিজেপি কর্মীদের হাতে তুলে দেওয়া হবে সেই টাকা। এগুলো সব ভোটের আগে বিজেপির পরিকল্পনা। পার্টি ক্যাম্পেন করবে তারা। স্বাধীনতার পর ভারতে এরূপ নির্লজ্জ্ব কেন্দ্রীয় সরকার এসেছে বলে মনে হয়না বলে জানান তিনি। নরেন্দ্র মোদির সরকার নির্লজ্জ্ দলবাজিতে মেতে রয়েছে। এবার বিজেপি সাপোর্টারদের ব্যাঙ্কে টাকা পাঠিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। বিজেপি বরাবরই বাংলা বিরোধী। তাঁর দাবি, বিজেপি বাংলায় উপনিবেশ গড়ার চেষ্টা করছে, যা বাংলার মানুষ করতে দেবে না। অজিত মাইতি জানান, বিজেপির বিরুদ্ধে এফআইআর করা হবে। গোটা বাংলার মানুষ বিজেপির এই নির্লজ্জ দলবাজির বিরুদ্ধে সোচ্চার হবেন।