কোরনা আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে ঝাড়গ্রামের ৫নং রাজ্যসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদন, গত মঙ্গলবার পিকাপভ্যনের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়, তারপরই জানা যায় তিনি করোনা পজেটিভ। ভর্তি করা হয় করোনা হাসপাতালে। সেই হাসপাতালেই মৃত্যু হয় রোগীর। গ্রামবাসীরা মৃতদেহ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ দিতে অস্বীকার করে। করোনার নিয়ম অনুযায়ী মৃতদেহ সৎকার করা হবে বলে দাবি করেন চিকিৎসকেরা। মৃত ব্যক্তির নাম অজিত শিঠ বলে জানা গিয়েছে।
চিকিৎসকদের সিদ্ধান্ত মানতে নারাজ গ্রামবাসী এবং পরিবারের লোকেরা। পরিবারের দাবি, তাঁর করোণা হয়নি। ভুল সিদ্ধান্তের জন্য তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতদেহ পরিবারের হাতেই দিতে হবে বলে দাবি করেন তাঁরা। যতক্ষণ না মৃতদেহ দেওয়া হবে ততক্ষণ পথ অবরোধ চলবে বলে জানান তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ চলে ঝাড়গ্রামের ৫নং রাজ্যসড়কে।