অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে পথ অবরোধ
নিজস্ব প্রতিবেদন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে পথ অবরোধ। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্যরা গতকাল এই অবরোধ করেন। বেশ কিছুক্ষন এই অবরোধ চলার পর উলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেশ কিছুক্ষন চলার পর টেনে-হিঁচড়ে পথ অবরোধ তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্প্লয়ীজ সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্যরা স্থায়ীকরণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। শুক্রবার তমলুকের মানিকতলা মোড়ে হঠাৎ তারা পথ অবরোধ করে। সেই সময় জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব অফিসে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অবরোধের খবর পেয়ে তমলুক থানার পুলিশ এসে টেনে-হিঁচড়ে অবরোধ তুলে দেয়। বেশ কয়েক জনকে আটক করেছে তমলুক থানার পুলিশ।