বালিঘাই কিশোরকলি ক্লাবের উদ্যোগে করোনা আবহে রক্তদান শিবিরের আয়োজন
নিজস্ব প্রতিবেদন, রক্তদান জীবনদান এই অঙ্গীকারকে সামনে রেখে ও করোনা আবহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বালিঘাই কিশোরকলি ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবিরের। এই ক্লাব সংগঠনের সভাপতি সন্দীপ পাত্র জানিয়েছেন, রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি এদিন শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এগরা মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, ব্লকের কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, এগরার ওসি কাশীনাথ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ ভট্টাচার্য, সমাজকর্মী নির্মল পাত্র, আয়োজক সংস্থার সম্পাদক সুধাকান্ত বারিক, গুরুপদ ঘোড়াই, দেবকুমার দোলাই ও কালী বর প্রমুখ।