ফের বোমাবাজি, গাড়ি ভাংচুর, উত্তপ্ত সবং! আহত ৮
নিজস্ব প্রতিবেদন, ফের উত্তপ্ত সবং! বিজেপির মিটিং চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি বোমাবাজি, গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হন ৮জন বিজেপি কর্মী। উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সবংয়ের দশ নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপির সাংগঠনিক মিটিং চলাকালীন অতর্কিতে হামলা চালায় জনাকয়েক দুষ্কৃতী। দুষ্কৃতীরা প্রত্যেকেই শাসকদলের কর্মী বলে অভিযোগ বিজেপির। বিজেপির মিটিং লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়। ভাঙচুর করা হয় মিটিংয়ে যোগদানকারী বিজেপি কর্মীদের বাইক। মারধর করা হয় মহিলা বিজেপি কর্মীদেরও। আহত অবস্থায় ৬ জন বিজেপি কর্মীকে নিয়ে আসা হচ্ছে সবং গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সম্পর্কে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।