তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্তের তীর বিজেপির দিকে
নিজস্ব প্রতিবেদন, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ঘটনায় অভিযুক্তের তীর বিজেপির দিকে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৫ নম্বর মালিগ্রাম অঞ্চলের কলাপূজা গ্রামে। তৃনমূল নেতা সোমনাথ মাইতির অভিযোগ, গতকাল রাতে ঘুমিয়ে পড়ার পর,বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে,ভাঙচুর করা হয় বাড়ির এসবেস্টার। রাতভোর বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।
ঘটনার খবর পেয়ে গতকাল রাতে পিংলা থানার পুলিশ এসে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।অন্যদিকে বিজেপির তরফে সম্পূন অভিযোগ অস্বীকার করার হয়েছে। এই ব্যাপারে মালিগ্রাম অঞ্চল বিজেপি নেতা রবীন্দ্রনাথ চন্দ উক্ত অভিযোগ অস্বীকার করে বলেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা কোনো ভাবে জড়িত নয়। তৃণমূল কর্মীদের ভাগবাটোয়ারা নিয়ে নিজেরদের মধ্য ঝামেলার জেরে ঘটেছে। তৃণমূল মিথ্যা অভিযোগ করে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ টহল দিচ্ছে।