বৃহন্নলাকে মারধর করার অভিযোগে খড়্গপুরে বৃহন্নলাদের পথ অবরোধ
নিজস্ব প্রতিবেদন, গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ছ নম্বর জাতীয় সড়কে বৃহন্নলারা পথ অবরোধ করেন। জানা যায়, কিছু দুষ্কৃতীরা বাইকে করে এসে কিছু বৃহন্নলাকে মারধোর করে। তাদের গলার সোনার চেন ও কিছু টাকা নিয়ে চলে যাওয়ার সময় বৃহন্নলারা দুটি মোটরসাইকেল আটকে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয়।
পরে জানা গিয়েছে, পুলিশ বুধবার সকালে অভিযুক্ত দুটো মোটরসাইকেল আরোহীদের ছেড়ে দেন। তারই জেরে বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহন্নলারা পথ অবরোধ করে খড়্গপুরের ইন্দা লোকাল থানা মোড়ে।