খবর পাওয়া মাত্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক অরুপবাবু
নিজস্ব প্রতিবেদন, হৃদরোগে মারা যাওয়া বৃদ্ধার মৃতদেহ নিজেই চালিয়ে পৌরসভার গাড়িতে বাড়ি পৌঁছে দিয়ে মানবিক পরিচয় দিল চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক অরুপ ধাড়া। জানা যায়, শুক্রবার সকালে চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের খেজুরডাঙ্গা এলাকার বাসিন্দা লক্ষ্মী দোলই (৫৫) নামের এক বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিজের উদ্যোগে ঘাটাল হাসপাতালে ভর্তি করান অরুপ বাবু। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল গভীর রাতে হাসপাতালে মারা যান ওই বৃদ্ধা।
অসহায় দরিদ্র পরিবার হওয়ায় বৃদ্ধার পরিবারের থেকে রাতেই খবর দেওয়া হয় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে অরুপ ধাড়াকে। গভীর রাতে পুরসভার শববাহী গাড়ির চালককে ফোনে না পেয়ে পৌরসভা থেকে ওই গাড়ি বার করে নিজে তা চালিয়ে ঘাটাল হাসপাতালে যান পুরসভার প্রশাসক অরুপ ধাড়া। হাসপাতালের কাজ সম্পন্ন করে মৃতদেহ শববাহী গাড়িতে তুলে তা নিজে চালিয়ে মৃতার বাড়ি পৌঁছে দেন অরুপবাবু। মৃতদেহ দাহ করার জন্যও আর্থিক সাহায্য করেছেন পুরসভার প্রশাসক এমনটাই জানাযায়। অসহায় দরিদ্র পরিবারের বিপদে পাশে থাকার চেষ্টা করেছেন মাত্র এমনটাই জানান অরুপবাবু। পুর প্রশাসকের এমন ভূমিকায় আপ্লূত মৃতার পরিবার, পাশাপাশি এমন মানবিক পরিচয়ের প্রশংসায় চন্দ্রকোনাবাসী।