‘সবার আগে রাজ্যপালটাকে তাড়ান’, বসন্তপুরের মহাবীর মিলন মেলা প্রাঙ্গণে এসে মন্তব্য মদন মিত্রের
নিজস্ব প্রতিবেদন, গতকাল বসন্তপুরের মহাবীর মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত হন মদন মিত্র। এদিন মেলা কমিটির উদ্যোগে আয়োজিত মহাযজ্ঞে অংশ নিয়েছেন তিনি। এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মদন মিত্রের। মদন মিত্রের উপস্থিতিকে ঘিরে এদিন বসন্তপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশেষ উতসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পশ্চিম মেদিনীপুরের বসন্তপুরে এসে এদিন রাজ্যপালকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী যদি সংবিধান ভাঙেন, তাহলে বিজেপির তো ক্ষমতা আছে, তাহলে ওরা কি ঘাস কাটার জন্য বসে আছে? সবার আগে রাজ্যপালটাকে তাড়ান, এই রকম সংবিধান বিরোধী রাজ্যপাল থাকার থেকে চিড়িয়াখানায় আরও কতগুলো হাতি নিয়ে আসলে ভালো হয়”।
তিনি মেদিনীপুরে তাঁর কর্মসূচি প্রসঙ্গে আরও বলেন, “আমার বাড়ি ভবানীপুর, আমি প্রথম বিধায়ক হয়েছি যেখান থেকে সেটা বিষ্ণুপুর, আজ যেখানে এসেছি সেটা বসন্তপুর আর জেলা হচ্ছে মেদিনীপুর। কেউ এটাকে মির্জাপুর বানাতে চেয়েছিলো, কিন্তু আমরা এটাকে মিডনাপুরই রাখব”। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, “অনেকে মনে করে আমরা কাঁচের ঘরে বসে আছি। আমি কাঁচের ঘরে নয়, হনুমানের যজ্ঞের পাশে দাঁড়িয়ে আছি, পৃথিবীর কোনো ঢিল পাথর আমায় ছুঁতে পারবে না, এই চ্যালেঞ্জ করলাম”।