পৌষ পার্বণের আগে অগ্নিমুল্য বাজার, ৮০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে নারকেল
নিজস্ব প্রতিবেদন, তিনদিন পর মকরসংক্রান্তি, পৌষ পার্বণের আগে অগ্নিমুল্য বাজার। মকরসংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব,আর তার উপকরণের দাম চড়া। রবিবার এমনই ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার রেগুলেটেড বাজারে। মকরসংক্রান্তির আগে বাজার ছেয়েছে নারকেল,চালের গুঁড়ি,গুড় থেকে মাটির তৈরি নানান সাইজের ঘোঁড়া। গ্রামাঞ্চলে মকরসংক্রান্তির দিন সকাল সকাল পুকুরে ডুব দিয়ে স্নান সেরে পিঠেপুলির স্বাদ নেয় আম বাঙালি। ওইদিনই মাটির ঘোঁড়া নিয়ে পুজো দেওয়ারও রীতি রয়েছে এবাংলায়।এছাড়াও পৌষ পার্বণের আগে আত্মীয় বাড়িতে ফল,সবজি,নারকেল,গুড়,গুঁড়ি সহকারে পার্বণী পাঠানোরও রীতি রয়েছে গ্রামবাংলায়।
আর এসবের মধ্যে নারকেল,আমফান ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে। আমদানি কম হওয়ায় সর্বনিম্ন ৫০ টাকা প্রতি পিস এবং সর্বোচ্চ ৬০-৮০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে নারকেল। এছাড়াও গুড়, গুড়ি এমনকি মাটির তৈরি নানান সাইজের ঘোঁড়ার দামও চড়া দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও বছরে একবার বাঙালির শ্রেষ্ঠ পার্বণ পৌষ পার্বণে ক্রেতাদের চাহিদা ভালোই এমনটাই জানান বিক্রেতারা। শীতের মরসুম মকরসংক্রান্তিতে নানান পদের পিঠেপুলির স্বাদ নিতে গাঁটের কড়ি খরচ করে বাজারগুলিতে ভিড় জমাচ্ছে আমজনতা।