স্বেচ্ছামৃত্যুর দাবি নিয়ে পঃ মেদিনীপুর জেলাশাসকের দ্বারস্থ হলেন ‘করোনা যোদ্ধারা’
নিজস্ব প্রতিবেদন, স্বেচ্ছামৃত্যুর দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ শালবনি হাসপাতালের কর্মীরা। স্বেচ্ছামৃত্যুর দাবি নিয়ে বুধবার পঃ মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন শালবনি করোনা হাসপাতালে অস্থায়ী কর্মীরা।
এইসকল করোনা যোদ্ধাদের অভিযোগ, তাদের বেতন আগে ছিল ৮৫০০ টাকা, তা কমে হয়েছে ৭৫০০ টাকা। নেই পিএফ ও ইএসআই। বোনাস দেওয়া হয়েছে মাত্র ১০০০ টাকা। সর্বোপরি, নেই কোন সরকারি স্বীকৃতি। তাই, অবিলম্বে তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। করোনা পরিস্থিতিতে হাসপাতালের কর্মী তথা করোনা যোদ্ধাদের এরূপ অভিযোগ উত্তেজনার সৃষ্টি করেছে পঃ মেদিনীপুরে।