সিপিএম-কংগ্রেস-বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, মেদিনীপুরের জনসভা থেকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন, শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর মেদিনীপুরে প্রথম জনসভায় অধিকারী পরিবারের নাম নিলেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অধিকারীর নাম না করেই বুঝিয়ে দিলেন অধিকারীদের ছাড়াই জেলায় চলতে তৈরি দল। এদিন সাত সকালেই জঙ্গলমহল থেকে হাজির হয়ে যান ছত্রধর মাহাতো। সভাস্থলে পা রেখেই তিনি সদর্পে ঘোষণা করেন, জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।
সোমবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভা ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক জল্পনা। পাশাপাশি তীক্ষ্ণ নজর থেকেছে অধিকারী পরিবারের উপরও। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর এটাই ছিল তাঁর প্রথম জনসভা। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বে ইস্তফা দিলেও দল বা বিধায়ক পদ ছাড়়েননি। বিকল্প নেতৃত্ব হিসাবে মৃগেন মাইতি, অখিল গিরির মতো নেতার নাম উঠে আসে তাঁর মুখে। একুশের ভোটের আগে দলে বেশ গুরুত্ব বেড়েছে ছত্রধরের। রাজ্য কমিটিতে জয়গা পেয়েছেন তিনি। সবটাই জঙ্গলমহল দখলে রাখার তৃণমূলের মরিয়া চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন মমতা বিরোধীদের বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ তুলে বলেন, “সিপিএম – কংগ্রেস – বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো। ভাবছো এভাবেই চলবে? শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছো। অনেক টাকা ছড়াচ্ছো। দাঙ্গা লাগাচ্ছো, মিথ্যে কথা বলছো, কুৎসা করছো, চক্রান্ত করছো, অপপ্রচার করছো, সরকার ভাঙছো, দল ভাঙছো, ঘর ভাঙছো, মানুষের ভালবাসা ভাঙছো, জেনে রেখে দেও, ভারতবর্ষের মাটি থেকে তোমাদের উৎখাত হওয়ার সময় চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও”।