মেদিনীপুর ফটোগ্রাফার এসোসিয়েশন আয়োজিত তিনদিনের এক্সিবিশনে নজর কাড়া ভিড়
নিজস্ব প্রতিবেদন, গত শনিবার ফটোগ্রাফার এসোসিয়েশন অফ মেদিনীপুর PAM তাদের প্রথম বর্ষ ফটো এক্সিবিশনের শুভ আরম্ভ করে। শনিবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় হল প্রাঙ্গনে এর শুভ আরম্ভ হয়। তিন দিন ধরে চলে ফটো এক্সিবিশন। উক্ত দিনগুলোয় বেশ ভিড় নজরে পড়ে। জানা গিয়েছে, এই প্রদর্শনীতে মোট ১০২ টি ছবি রাখা হয়েছে।
এই প্রদর্শনীতে মেদিনীপুর জেলার বহু শহরের খ্যাত ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেন। উদ্ভোধনির দিন অনুষ্ঠানে অতিথির আসন অলংকার করে ছিলেন মহাদেও লাল বারই, দেবাশীষ কুন্ডু, রসেনারা খান, লক্ষ্মণ চন্দ্র ওঝা ও গৌতম দেব প্রমুখ ব্যক্তিগণ।