শিক্ষক নিয়োগের দাবিতে পঃ মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন, “যোগ্যতা আছে সুযোগ নেই, নিজেকে প্রমাণের সুযোগ চাই”- এই শ্লোগানকে সামনে রেখে সোমবার ওয়েষ্ট বেঙ্গল SLST ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হল।
এই সংগঠনের দাবী, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় SLST পরীক্ষার আয়োজন করা এবং সমগ্র প্রক্রিয়া ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে শেষ করা। কেবলমাত্র বিষয়ভিত্তিক MCQ টাইপ পরীক্ষার ব্যবস্থা করা। পূর্ণাঙ্গ মেরিট লিস্ট প্রকাশ করা এবং দুর্নীতিমুক্ত প্যানেল গঠন করার দাবিতে এদিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি।