কেন্দ্রের কৃষি আইন-এর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে অবস্থান বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদন, কেন্দ্রের জনবিরোধী নীতি ও কৃষি আইন এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী নেমেছে তৃণমূল কংগ্রেস। সেইমতো বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের শিয়ালসাই এলাকায় কৃষি আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, প্রদীপ পাত্র, এস টি সেলের জেলা সভাপতি ভদ্র হেমরম সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।