বেতন প্রদান সহ বেশ কয়েক দফা দাবি চেয়ে প:মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন, সরকারি স্বীকৃতি প্রদান, মাসিক ২১০০০ টাকা বেতন প্রদান সহ বেশ কয়েক দফা দাবি চেয়ে বিক্ষোভ কর্মসূচি। আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল আশাকর্মী সুপার ভাইজাররা।
এই বিক্ষোভ কর্মসূচির আগে একটি মিছিল শহর পরিক্রমা করে। তাঁরা জেলাশাসক দপ্তরের সামনে এসেও বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখায়। এই কর্মসূচিতে শতাধিক কর্মী, সুপার ভাইজার অংশ নেন।