স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে ডুয়াল চেম্বার পেশমেকার প্রতিস্থাপন করল নির্ণয় হাসপাতাল – মেদিনীপুরের খবর

Breaking News

স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে ডুয়াল চেম্বার পেশমেকার প্রতিস্থাপন করল নির্ণয় হাসপাতাল

স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে ডুয়াল চেম্বার পেশমেকার প্রতিস্থাপন করল নির্ণয় হাসপাতাল

স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে ডুয়াল চেম্বার পেশমেকার প্রতিস্থাপন করল নির্ণয় হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন, পঃ মেদিনীপুর জেলায় সর্বপ্রথম স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ডুয়াল চেম্বার পেশমেকার প্রতিস্থাপন করল নির্ণয় হাসপাতাল। পঃ মেদিনীপুরের গোয়ালতোড়ের খাকুড়রানীতলার বাসিন্দা মধূসুদন দুলে দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। ডাঃ অশ্বিনী রানার পরামর্শে তিনি নির্ণয় হাসপাতালে যান হলটার পরীক্ষা করার জন্য। সেখানে ডি এম কার্ডিওলজি ডাঃ আশীষ হোতা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন মধূসুদন বাবুর পেশমেকার প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে।

জানা যায়, গত ৪ ঠা ফেব্রুয়ারী মধূসুদন বাবুকে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে নির্ণয় হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ৫ ই ফেব্রুয়ারী রোগীর অবস্থা সংকটজনক হওয়ায় টেম্পুরারি পেসমেকার বসানো হয়। পরে রোগীর অবস্থা স্থিতিশীল হওয়ায় সমস্ত পরীক্ষা নিরীক্ষা, MRI করার পর গত ৬ ই ফেব্রুয়ারী মধূসুদন বাবুর শরীরে ডুয়াল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন করা হয়। বর্তমানে মধুসূদন বাবু সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নির্ণয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মধুসূদন বাবু এখনও হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের ফেব্রুয়ারী মাস থেকে এপর্যন্ত ১৬০০ রোগীর স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিত্‍সা করেছে নির্ণয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *