“দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ”, কর্মী নিয়োগের দাবিতে উত্তাল মেদিনীপুর – মেদিনীপুরের খবর

Breaking News

"দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ", গ্রূপ ডি ওয়েটিং ক্যান্ডিডেটদের দাবিতে উত্তাল মেদিনীপুর

“দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ”, কর্মী নিয়োগের দাবিতে উত্তাল মেদিনীপুর

“দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ”, কর্মী নিয়োগের দাবিতে উত্তাল মেদিনীপুর

নিজস্ব প্রতিবেদন, পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালে বিভিন্ন দপ্তরে ৬০,০০০ গ্রূপ ডি কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু, ওই সংখ্যক কর্মী নিয়োগ করা হয়নি এবং স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রচুর পদ খালি পড়ে আছে। তাই, যাঁরা ওয়েটিং লিস্টে আছেন তাঁদের নিয়োগ করা হোক।

এই দাবিতে মেদিনীপুর শহরে বুধবার জেলার ওয়েটিং ক্যান্ডিডেটরা বিক্ষোভ মিছিল করে ও জেলাশাসককে ডেপুটেশন দেয়। তাঁদের অভিযোগ যে, ওয়েটিং ক্যান্ডিডেটদের পূর্ণাঙ্গ লিস্ট পিডিএফ আকারে দেওয়া হয়নি। ২০১৭-২০২০ পর্যন্ত কোন রিক্রুটও হয়নি। বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক পদ খালি পড়ে আছে। তাই, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের অবিলম্বে নিয়োগ করা হোক।

মেদিনীপুর শহরের রাস্তায় তাঁদের মিছিল থেকে আজ শ্লোগান ওঠে- “দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ।” অবিলম্বে তাঁদের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হোক। যেহেতু, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী প্রয়োজন, তাই এই ওয়েটিং লিস্ট থেকে তাঁদের নিয়োগ করা হোক, এছাড়াও ভ্যাকেন্সি থাকা বিভিন্ন দপ্তরে তাঁদের নিয়োগ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *