ভাদুতলায় একটি স্বাস্থ্য মেলা উদ্ভোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বসার অধিকার আছে তবে যদি শিক্ষকেরা বারেবারে ধর্মঘট করে এবং রাস্তায় বসে তাতে শিক্ষার মান কমে যাবে এ বিষয়ে সরকারের উচিত শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা, ভাদুতলায় একটি স্বাস্থ্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ধরনের মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
তিনি বললেন, পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি সরকারের এগিয়ে আসা উচিত, না হলে শিক্ষার ক্ষেত্রে সমস্যা। এরপর সাংবাদিকরা খড়্গপুরের বিজেপির গতকালের বিশৃংখলার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “আমাদের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই।প্রতিদিন হাজার হাজার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে সেই যোগদান পর্ব পর থেকে কোথাও কোথাও ঠেলাঠেলি ও ভিড় জমে যাচ্ছে। যার ফলে সমস্যা হচ্ছে। তবে কালকের ঘটনায় ঠেলাঠেলিতে সমস্যা হয়েছিল। পরে একসঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একসঙ্গে বেরিয়ে আসি আমরা”। এরপর সাংবাদিকরা স্বাস্থ্য সাথী কার্ড করার সুবিধে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড থেকে মুখ ফিরিয়েছেন। কারণ এই স্বাস্থ্য সাথী কার্ড-এ তারা সঠিক পরিষেবা পাবেন না। তাই অনেকেই এই কার্ড করাতে চাননি কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়ুশ মান কার্ড কিছুতেই করছে না রাজ্য সরকার। যার ফলে তারা সমস্যায় ভুগছেন।