পুলিশের দেওয়া মামলায় তমলুক মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন দিলিপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন, ২০১৯ সালের ৬ জানুয়ারি ময়না থানার পুলিশের দেওয়া একটি মামলায় আজ তমলুক মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন দিলিপ ঘোষ। তৎকালীন পুলিশের অভিযোগ যে ময়না বিডিও অফিসে সামনে বিনা অনুমতিতে বিজেপির জনসভা করেন। তার প্রধান বক্তা ছিলেন দিলীপ ঘোষ।
সরকারি আইন অমান্য করার জন্য ১৪৩,১৮৮,৫০৬ ধারায় এবং ipc ৩৪/১ ধারায় পুলিশ দিলীপ ঘোষের উপর মামলা করেন। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী-এর এজলাসে এলেন তিনি জামিন নেওয়ার জন্য। জানা যায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫০০টাকা ব্যক্তিগত বন্দে জামিন দেন দিলীপ ঘোষকে।