ভগবানপুরে বিজেপির মহা মিছিলকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
নিজস্ব প্রতিবেদন, রবিবার পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর ২ নং ব্লকের ভগবানপুর বিধানসভার মাধাখালি থেকে উদবাদাল পর্যন্ত কয়েক হাজার বাইক সহ মহামিছিল হয়। দলীয় সূত্রে জানা গেছে, জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে মাধাখালির মহামিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ জ্যোতির্ময় সিং মাহাত সহ একাধিক নেতৃত্ব।
এদিন এই মহামিছিলে কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজেপি দলীয় সূত্রে জানা যায়, এক সময় যেখানে বিজেপি পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হয়, এমনকি যেখানে বিজেপির পতাকা পোড়ানোর মতো অভিযোগ রয়েছে, সেখানে বিজেপির মহামিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি তৃণমূলকে একপ্রকার কোনঠাসা করতে চলেছে। এদিন হেঁড়িয়া থেকে মহা মিছিল উদবাদালে উদ্দেশ্যে যাওয়ার সময় দুখিয়া বাজারের কাছে তৃণমূলের এক কর্মসূচি চলছিল, সেই সময় বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা আটকায় এবং বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, রাস্তায় কাঠের গুড়ি ফেলে পথ আটকানো হয়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।