আজ থেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে শুরু হল করোনা ভ্যাকসিন বিতরণ
নিজস্ব প্রতিবেদন, কথামতো শুরু হয়ে গেল রাজ্যের বিভিন্ন জেলায় করোনা ভ্যাকসিন বিতরণ। সেইমতো খড়্গপুর মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিনের কাজ শুরু হল আজ থেকে। প্রথম দিন একশ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বহুজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফের সোমবার ভ্যাকসিনের দ্বিতী ডোজ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই প্রথম ভ্যাকসিন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে দেওয়া হয়েছে। যেমন, চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী এবং পুরসভার স্বাস্থ্যকর্মীরা এই তালিকায় রয়েছেন। ধীরে ধীরে খড়্গপুর জেলার সকল বাসীদের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও শুরু হয়েছে ভ্যাকসিন বিতরণ। প্রথমে হাসপাতালের পদস্হ কর্তারা টিকা নেন। তার পর পুলিশ, নার্স সহ বিভিন্ন ফ্রন্টলাইনার দের ভ্যাকসিন দেওয়া শুরু হয়। কড়া নিরাপত্তায়, সুব্যাবস্থাপনায় চলবে এই ভ্যাকসিন দেওয়ার কাজ।