কর্মহীন হওয়ার আশঙ্কায় মেদিনীপুরের এক কোম্পানির কর্মীরা কাজ বন্ধ করে ধর্মঘটে নামলেন
নিজস্ব প্রতিবেদন, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস কন্ট্রাক্টরস ওয়ার্কার ইউনিয়ন বেঙ্গল এরিয়ার কলাইকুন্ডা শাখার কর্মীরা কাজ বন্ধ করে লাগাতার ধর্মঘটে নামলেন। ইউনিয়নের দাবি, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে ঠিকাপ্রথায় কলাইকুন্ডায় বিভিন্ন MES ইন্সটলেশন গুলো চালানোর জন্য ১২৪ জন কর্মী নিয়োগ করা হয়েছিল।
কিন্তু এখন বলা হচ্ছে মাত্র ৬৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ফলে বাকি ৫৭ জন কর্মী কর্মহীন হয়ে পড়বেন। অথচ বিভিন্ন ক্ষেত্রে বেশকিছু শুন্যপদ রয়েছে, যেগুলো অবসরপ্রাপ্ত কর্মী দিয়ে চালানো হচ্ছে। তারই প্রতিবাদে কর্মীদের এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। আজ সকাল থেকে খড়্গপুর ১ নং ব্লকের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির গেটের সামনে বসে চলছে এই বিক্ষোভ।