‘উনি যা সারা রাত ভাববেন তাই সকলকে মানতে হবে’,নাম না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর
নিজস্ব প্রতিবেদন, ফের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কৃষি আইন সমর্থনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “সমস্ত মন্ত্রীরা ও নেতারা ল্যাম্পপোস্ট আর একটাই পোস্ট, তিনি যা সারা রাত ধরে ভাববেন তা সকলকে মানতে হবে”। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কৃষি আইনের সমর্থনে আয়োজিত সভাতে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু একের পর এক কটাক্ষ করে যাচ্ছেন।
এদিন তিনি বলেন, “আপনারা ভাবছেন আমি কেন বিজেপিতে যোগদান করলাম? কারণ ওখানে সমস্ত মন্ত্রীরা ও নেতারা ল্যাম্পপোস্ট আর একটাই পোস্ট, উনি যা সারা রাত ধরে ভাববেন তা সবাইকে মেনে চলতে হবে। আমি এটা মেনে নিতে পারিনি। তৃণমূল দলটা কোম্পানি হয়ে যাওয়ার কারণে আমি বিজেপিতে যোগদান করলাম। পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনি নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ওনাকে জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছেন আর ওনার ভাইপোকে তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন”। পাশাপাশি তিনি আরোও বলেন, “তৃণমূল আমফানের ত্রিপল চোর, লকডাউনে চাল চোর, টিকা চোর এখন দেখছি স্লোগান চুরি করছে, মানুষ এগুলোকে ভালো চোখে দেখছে না মানুষ যোগ্য জবাব দিবে আগামী দিনে”।