আবগারি দফতরের ম্যারাথন অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই
নিজস্ব প্রতিবেদন, এলাকায় অবৈধ চোলাই-এর ঠেক, সেই ঠেকে হানা দিয়ে বিপুল পরিমানের চোলাই এবং চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করল আবগারি দফতর। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বেলদার সার্কেল আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সিঞ্চন মুখার্জির নেতৃত্বে আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিকদের নিয়ে ম্যারাথন অভিযান চালানো হয়।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের সাউটিয়া,নয়াগাঁও,বাগদা, সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। চোলাই তৈরি বেশকিছু কারখানায় ঢুকে নষ্ট করা হয় চোলাই তৈরীর সরঞ্জাম। যদিও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আবগারি দলকে দেখেই গা ঢাকা দিয়েছে চোলাই কারবারিরা। এই অভিযান প্রসঙ্গে বেলদা সার্কেল আবগারি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সিঞ্চন মুখার্জি জানান। এদিনের অভিযানে ১২০ লিটার চোলাই ও ৪৮০০ লিটার চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। সঙ্গে বেশকিছু চোলাই সরঞ্জাম উদ্ধার করা হয়। আগামী দিনেও জোরদার অভিযান চলবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক।