মৃতদেহ নিয়ে টোল প্লাজা ঘিরে বিক্ষোভ পরিবারের সদস্যদের
নিজস্ব প্রতিবেদন, মৃতদেহ নিয়ে টোল প্লাজার অফিস ঘিরে বিক্ষোভ দেখালো মৃতের পরিবারের সদস্যরা। গত কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় এলাকার এক মহিলা এন এইচে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো এক মহিলার। মৃতার নাম ভারতী রানা, বয়স ৫৩। দুর্ঘটনা ঘটার পর থেকেই ওই মহিলা যে সংস্থার অধীন কাজ করতো, তাদের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম ভুমিকা ছিল না। আর তার ফলেই ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সফস্যরা।
সেই জন্য মারা গিয়েছে ওই মহিলা বলে দাবি পরিবারের। আর এই অভিযোগ তুলেই মৃতদেহ নিয়ে ডেবরা টোল প্লাজার সামনে গিয়ে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করে পরিবারের সদস্যরা। তাদের দাবী, উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হোক সংস্থার বিরুদ্ধে। যার গাফিলতিতে ওই মহিলার মৃত্যু হয়েছে। পরে ডেবরা পুলিশের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বৃহস্পতিবার কর্তিপক্ষের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানানো হয়েছে।