অকাল বৃষ্টিতে জেলার আমন ধান চাষের ক্ষতির আশঙ্কা, চিন্তায় চাষিরা
নিজস্ব প্রতিবেদন, শীতের মরশুমে অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান চাষের ক্ষতির আশঙ্কা। শুক্রবার ও শনিবার আচমকা অকাল বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে মাঠে ধান গাছ নুইয়ে পড়েছে। অনেকের ধান গাছ কেটে মাঠে রাখা ছিল। সেই ধান গাছ গুলি জলে ডুবে গিয়েছে।যার ফলে চাষের অনেক ক্ষতি হয়েছে।
পাশাপাশি আবহাওয়া দফতরও ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যার ফলে পাকা ধান মাঠে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। অকাল বৃষ্টির ফলে ধান চাষীদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। তবে অনেকে মাঠ থেকে ভিজা ধান গাছ তুলে নিয়ে গিয়ে শুকনো করার চেষ্টা করছেন।কিন্তু যদি ফের বৃষ্টি হয় তাহলে আরও সমস্যায় পড়বে চাষিরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনি, গুড়গুড়ি পাল থানা এলাকায় অকাল বৃষ্টির ফলে বেশি ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন ধান চাষীরা।তবে জেলার কৃষি দফতর বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে।