পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল একইসাথে বাবা ও ছেলের
নিজস্ব প্রতিবেদন, পথ দুর্ঘটনায় মারা গেল একইসাথে বাবা ও ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জাম্বনির বেলদা এলাকায়। মকরের বাজার সেরে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটে। ঘটনায় আহত হন ৯ জন।
স্থানীয় সুত্রে খবর, পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে যাত্রীবাহী অটো। জাম্বনী থানার বেলদার কাছে থেকে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী অটো, অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে রোডের সাইডে খালে পড়ে যায়। এই দুর্ঘটনার স্বীকার হন গাড়িতে সফর করা সাধারণ মানুষজন। সেসময় গাড়িতে উপস্থিত ছিলেন ১৪ জন, ঘটনাস্থলেই মারা যান ১ জন। ঘটনায় বেশ উত্তেজনার সৃষ্টি হয় সেই এলাকায়। পুলিশ এসে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আপাতত আহতরা চিকিৎসাধীনে রয়েছে।