হাইকোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাজির তান্ডব দেখা গেল খড়গপুরে
নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে এবছর কালীপুজোয় হাইকোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে খড়গপুর শহরে ফাটল বাজি। এবছর বাজি ফাটানোতে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। কিন্তু তবুও বহু জায়গায় নিষেধাজ্ঞা অমান্য করে অনেককেই বাজি ফাটাতে দেখা যায়। একই ছবি দেখা যায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে রাতের দিকে কালী পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় বাজি ফাটতে দেখা গিয়েছে। খড়গপুর শহরে কালীপুজোর রাতে ও পরের দিনেও বাজি ফাটাতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকায়। সবকিছু দেখেও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নেননি।