খড়গপুরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার একই পরিবারের ৫ জন
নিজস্ব প্রতিবেদন, গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ একই পরিবারের ৫ জন। খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোটি গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা এসে এই ৫ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছে। খবর দেওয়া হয দমকল, পুলিশে। প্রতিবেশীরাই অগ্নিদগ্ধ ওই ৫ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন বছর দশেকের এক বালক সহ ওই পরিবারের ৫ সদস্য। পরিবারের একজন সদস্য জানান, বেশকিছুদিন ধরে গ্যাসে সমস্যা হচ্ছিল। আজ রবিবার মিস্ত্রি এসে গ্যাস ঠিক করতে গিয়ে এরূপ বিস্ফোরণ ঘটে। এরমধ্যে এক শিশু রয়েছে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে। তবে এটা নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।