পশ্চিম মেদিনীপুরে ভুবনেশ্বর-কলকাতাগামী একটি বাস থেকে উদ্ধার চার ব্যাগ ভর্তি গাঁজা
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরে ভুবনেশ্বর – কলকাতা গামী একটি বাস থেকে উদ্ধার ব্যাগ ভর্তি গাঁজা। বাসটি ভুবনেশ্বর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত রুপনারায়নপুরে ঘটনাটি ঘটে। সেখানে টহল দিচ্ছিল পুলিশ। তাদের হাতেই উদ্ধার হয় সেই গাঁজা ভর্তি ব্যাগ।
রুপনারায়নপুরে ৬০ নং জাতীয় সড়কের ওপর ভুবনেশ্বর কলকাতা গামী একটি বাসের চারটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করলো সি আই ডি। গাঁজা সহ আরও তিনজনকে আটক করে পুলিশ। আগেই পুলিশ গোপন সুত্রে খবর পেয়েছিল। সেই খবর পেয়েই ওই বাসে তল্লাশি চালানো হয় বলে জানায় পুলিশ। অভিযুক্ত চারজনের মধ্যে একজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রায় ৪০ কেজি গাঁজা ছিল সেই চারটি ব্যাগে।