গনুয়া নেতাজি সুভাষ সংঘের পরিচালনায় আয়োজিত হল এক দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদন, গনুয়া নেতাজি সুভাষ সঙ্ঘের পরিচালনায় আয়োজিত হল এক দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের গনুয়াতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ষোলটি দল অংশগ্রহণ করে। যার শুভ উদ্বোধন হল রবিবার।
এদিন পতাকা উত্তোলন ও ফিতে কেটে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের ব্লক সভাপতি মিহির চন্দ, ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শ্যামাপদ বেরা সহ অন্যান্য অতিথি বর্গরা। প্রত্যন্ত গ্রামের এই এক দিবসীয় এই টুর্নামেন্টে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।