গজল সম্রাট জগজিৎ সিং জি-র আশিতম জন্মদিনে সাস ফ্যামিলির পক্ষ থেকে সাড়ম্বরে পালন
নিজস্ব প্রতিবেদন, গজল সম্রাট জগজিৎ সিং জি-র আশিতম জন্মদিনে সাস ফ্যামিলির পক্ষ থেকে সোমবার সাড়ম্বরে পালন করা হল শহরের রবীন্দ্র নিলয় পেক্ষা গৃহে। সদ্য প্রয়াত সংগীত শিল্পী হায়দার আলী মেদিনীপুরে প্রথম শুরু করেন জগজিৎ সিং জি-র জন্মদিন অনুষ্ঠানের। সেই ধারাকে বজায় রেখে সাস ফ্যামিলির পক্ষ থেকে দিনটি উদযাপন করা হল নানা সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সাস ফ্যামিলির চার সদস্য সুমন্ত সাহা, অনিন্দ সুন্দর সেন, শাওন সিংহ, সুদীপ করনের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমিও পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত গুরু জয়ন্ত সাহা, বিদ্যুৎ পাল, আনন্দ গোপাল মাইতি, জয়ন্ত মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংঘমিত্রা দাস, সুলগ্না চক্রবর্তী, অনিন্দ সুন্দর সেন, শাওন সিংহ, সুমন্ত সাহা, সুদীপ করণ প্রমুখেরা।