“দুয়ারে সরকার” প্রকল্পের শুভ সূচনা দাঁতনের চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতে
নিজস্ব প্রতিবেদন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক মানবিক উদ্যোগ গৃহীত হয়েছে “দুয়ারে সরকার”। এবার তার শুভ সূচনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ নং ব্লকের ৬- নং চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতে। এর আগে বহু জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের। বুধবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত সেন, সচিব মৃণাল কান্তি দে সহ সকল পঞ্চায়েত সদস্য সদস্যাগণ এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মানস ঘোষ, দাঁতন-১ পঞ্চায়েত সমিতির নিরীহ ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা ঝর্ণা দাস, পঞ্চায়েত সমিতির সদস্য পুষ্পেন পয়ড়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সুশান্তবাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নানাবিধ জনহিতকর প্রকল্পের আওতায় যাতে সকল শ্রেণীর সাধারণ মানুষ সহজেই আসতে পারেন এবং প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি চারধাপে আয়োজিত হবে। বুধবার তার সূচনা হল। আগামী তারিখ গুলি হল ২৩-১২-২০২০, ০৯-০১-২০২১ ও ২৭-০১-২০২১। জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন সুশান্তবাবু।