‘দুয়ারে দুয়ারে সরকার নয় দুয়ারে যমরাজ’, কটাক্ষ বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল-এর
নিজস্ব প্রতিবেদন, মুখ্যমন্ত্রীর নির্দেশে একদিকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে নেমেছে তৃণমূল নেতা – নেত্রীরা। অন্যদিকে “দুয়ারে দুয়ারে সরকার নয় দুয়ারে যমরাজ, বলে কটাক্ষ সভানেত্রী অগ্নিমিত্রা পল-এর। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে বিজেপি মহিলা মোর্চার ডাকে সমাবেশের আয়োজন হয়। এদিন সেই সমাবেশ থেকেই এমন মন্তব্য করেন রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল।
তিনি বলেন, “যখন এরা বাড়িতে আসবে তখন সাবধান আপনার মানিব্যাগ সামলে রাখবেন। এরা সব কিছু চুরি করে নিতে পারে। গরু সামলে রাখবেন তাও চুরি করে পাচার করে দেবে। চাল, ডাল দেখলে জিভ থেকে লালা পড়ে এদের। তাই দিল্লিতে কৃষক আন্দোলনে লোক পাঠাচ্ছে তৃণমূল”। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে বিজেপি মহিলা মোর্চার ডাকা সমাবেশে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল।