ইলেকট্রিক যন্ত্রাংশের ত্রুটির কারণে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি বন্ধ, ক্ষুদ্ধ গ্রামবাসী
নিজস্ব প্রতিবেদন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার প্রকল্প অব্যাহত। ওই প্রকল্পের আওতায় গোটা রাজ্য জুড়ে চলছে “স্বাস্থ্য সাথী” কার্ড তৈরির কাজ। বিরোধী দল আবার এই কার্ড নিয়ে নানান বিতর্ক তুলেছে। কোথাও অভিযোগ উঠেছে, এই কার্ডে কোন প্রকার সুবিধা পাওয়া যায়নি। এরকমই পরিস্থিতির মাঝে বুধবার পূর্ব মেদিনীপুর কাঁথি ৩ ব্লকের ৬নং দূর্মুট অঞ্চলে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করতে আসা ইলেকট্রনিক্স যন্ত্রাংশের ত্রুটির কারণে মঙ্গলবার এই কার্ড তৈরি বন্ধ হয়ে যায়। যার কারণে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি কর্মচারীদের।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আজকেও। সেই সঙ্গে প্রচুর নামের ভুল দেখা যায় স্বাস্থ্য সাথী কার্ডে। যার ফলে ক্ষুব্ধ হয়ে যায় এলাকার সাধারণ মানুষ। ক্রমশ উত্তেজনা বাড়তে শুরু করলে মারিশদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্ড করতে আসা বিক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করার ইলেকট্রিক যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে স্বাস্থ্য সাথী তৈরি করতে না পারায় ক্ষুব্দ হয়ে পড়েছেন। পাশাপাশি হেনস্থার অভিযোগ উঠেছে কর্মচারীদের বিরুদ্ধেও। মামুদ হোসেন বলেন, ইলেকট্রিক যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু সময় ব্যাহত হয়েছে তবে আগামী সময় সব ঠিকঠাক হয়ে যাবে।