বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, রাতভর বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
নিজস্ব প্রতিবেদন, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, রাতভর বোমাবাজি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১২ নম্বর বুড়াল অঞ্চলের কেরুড় গ্রামে। উত্তম কুমার জানা নামে এক বিজেপি কর্মীর অভিযোগ গতকাল রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রড,লাঠি,বোমা নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। রাতভোর বোমাবাজি করা হয়, ভাঙ্গচুর করা হয় বাড়ির এসবেস্টর সহ একাধিক জিনিসপত্র। এলাকাজুড়ে পড়ে রয়েছে বোমার খোল, দড়ি।
বিজেপি করার অপরাধে এই হামলা দাবি উত্তম জানার। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে এলাকার তৃণমূল নেতা সরূপ সেনগুপ্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। এটা বিজেপির আদি-নব্য কর্মীদের মধ্যে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এইসব করছে। ঘটনায় সবং থানায় অভিযোগ জানিয়েছেন উত্তম জানা নামে ওই বিজেপি কর্মী। উক্ত ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে সবং থানার পুলিশ।