‘আমি ‘নমিনেটেড’ নই! সমবায় জীবনের শুরু থেকেই আমি ‘ইলেকটেড’ : শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিবেদন, “আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল, আছে, থাকবে”, মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে নিজেকেই সেবক অভিহিত করে সমবায় কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকমের জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে।নিত্যদিন অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের এই হেভিওয়েট নেতা। একই ভাবে বুধবার বেলদার গঙ্গাধর অ্যাকাডেমির মাঠে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চ থেকে সমবায় কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি। এদিন স্বজনপ্রীতির থেকে দূরে থাকার কথা বলেন তিনি। দুর্নীতিমুক্ত সমবায় গড়ার বার্তা দেন পাশাপাশি জনগণের প্রতি সমবায়ের দায়বদ্ধতার কথাও মনে করিয়ে দেন তিনি।
রাজ্য রাজনীতিতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারতন্ত্র সব থেকে আলোচ্য বিষয় সেই সময় শুভেন্দু অধিকারীর দাবি, “আমি ‘নমিনেটেড’ নই! সমবায় জীবনের শুরু থেকেই আমি ‘ইলেকটেড”। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে, মত রাজনৈতিক মহলের।