‘ভারতবর্ষে সুবিধাবাদী রাজনীতিবিদ যদি কেউ হয়, তা তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী’, কটাক্ষ শুভেন্দুর
নিজস্ব প্রতিবেদন, গোটা ভারতবর্ষে যদি সুবিধাবাদী রাজনীতিবিদ কেউ হয় এই তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের জয়ন্তীপুরে বিজেপির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এইদিন চন্দ্রকোনার জয়ন্তীপুরে বিজেপির যোগদান মেলা ও জনসভার আয়োজন করা হয়। সেই জনসভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, অমূল্য মাইতি সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এইদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ভাইপোকে কার্যত নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে তাকে বেইমান, মীরজাফরের আখ্যা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঙ্গুল তুলে কার্যত সেই সুর টানলেন শুভেন্দু অধিকারী।
এইদিন কংগ্রেসের মন্ত্রিত্ব এবং বিজেপির সঙ্গে যোগাযোগ সহ একাধিক প্রসঙ্গে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। সেই সাপেক্ষেই বক্তব্য রাখতে গিয়ে সুবিধাবাদী রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী এভাবেই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মহামারি ভাইরাসের টিকা প্রসঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। টিকা সম্বন্ধে তিনি বলেন, এই নিয়ে মুখ্যমন্ত্রী ক্রেডিট নিতে পারলেন না, তাই তিনি বলেন, অল্প টিকা এসেছে আমি বলছি এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু ভাবতে হবে না ভারতবর্ষের টিকা নেওয়ার জন্য বহু প্লেন দাঁড়িয়ে আছে। অন্যদিকে ভারতী ঘোষের গলায় একই সুর শোনা যায়, কার্যত নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। কার্যত এক কথায় বলা যেতে পারে, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক তরজা আরো যে জোরালো হচ্ছে, তা স্পষ্ট। এইদিন যোগদান পর্বে প্রাক্তন ব্লক কার্যকারী সভাপতি সঞ্জিত মিদ্দা, সুদীপ কুশারী, পাঁচকৌরী ঘোষ, সাধনা ভট্টাচার্য সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির।