ফের ডেবরাতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ১০০টি আদিবাসীর পরিবার
নিজস্ব প্রতিবেদন, সামনে বিধানসভার ভোট। উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। বিরোধীদের কথায়, দেশের আদিবাসীদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভ্রূক্ষেপ নেই। তাদের কথায়, “তিনি বাঁকুড়াতে নাটক দেখতে আদিবাসী পরিবারের অন্ন গ্রহণ করতে গিয়েছেন।
এদিকে দেখা যাচ্ছে ভোটার আগে মেদিনীপুরের বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। যদিও বিজেপি সেগুলি পুরোপুরি অস্বীকার করেছে। এদিন ডেবরাতে ১০০টি আদিবাসী পরিবার জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।