মেদিনীপুরে বিভিন্ন দল থেকে আসা একাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে
নিজস্ব প্রতিবেদন, কেশিয়াড়ী ব্লক থেকে তৃণমূলে যোগদান করলেন বিভিন্ন দল থেকে আসা একাধিক কর্মী। প্রসঙ্গত বুধবার বিকেলে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেসের আয়োজিত একটি যোগদান কর্মসূচি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন কেশিয়াড়ী ব্লক থেকে আসা দেবেন হাঁসদা সহ একাধিক মানুষ জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে পতাকা তুলে নেন। অজিত মাইতি জানান, দেবেন হাঁসদা দীর্ঘদিন অনগ্রসর শ্রেণির উন্নয়ন দপ্তরের অফিসার ছিলেন উনার এই অভিজ্ঞতার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে আদিবাসী ও পিছিয়ে পরা মানুষদের একত্রিত করে উন্নয়নের কাজ ভালো করে করতে পারবেন। যদিও তৃণমূল কংগ্রেসের সরকার এই সমাজের জন্য বহু উন্নয়ন করেছেন। আগামীদিনে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে এই কাজ আরও ভাল করতে পারবেন বলে আশাবাদী তিনি।