মধ্যরাতে স্কুলের সাতটি আলমারী ভেঙে চুরি নগদ টাকা
নিজস্ব প্রতিবেদন, মধ্যরাতে স্কুলে চুরি। মাঝরাতে স্কুলের সাতটি আলমারী ভেঙে নগদ টাকা চুরি করে চম্পট দিল দূস্কৃতীরা। পাশাপাশি বেশ কিছু কাগজপত্র লোপাটের চেষ্টা করা হয়েছে, বলে অনুমান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান অঞ্চলের পাঁচগেড়্যা হাইস্কুলে।
ঘটনার খবর পাওয়ার পর শনিবার দুপুরে স্কুলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে ডেবরা থানার পুলিশ। স্কুলের কি কি চুরি গিয়েছে, জানতে চাওয়া হলে স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলের সকলে উপস্থিত না থাকলে সঠিক জানা সম্ভব নয়। অপরদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। মধ্যরাতে স্কুলে এরূপ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।